চায়না থেকে নিজের ব্যবহারের জন্যে ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছিলাম। আপনারা যারা অনেকেই রিভিউ যানতে চেয়েছেন তাদের জন্যে,

প্যাকেজিংঃ প্যাকেজিং মোটামুটি ভাল, বাইরে গ্রিন পলিব্যাগ দিয়ে মোড়ানো ছিল, ভিতরে ককশীট এর ভিতরে স্কুটারটি ছিল। কোন সমস্যা বা স্ক্র্যাচ নাই।

স্কুটার সেটাপঃ
স্কুটার সেটাপ খুবই সহজ, এটি প্যাকেট এর মধ্যেই ফোল্ডিং করা অবস্থায় ছিল, শূধু আনফোল্ড করে লক টী লাগিয়ে দিলেই বাইক রেডী।

ডিসপ্লে মিটারঃ
ডিসপ্লে মিটার টি খোলা ছিল, দুইটা স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে, স্ক্রু ২টি সাথে দেওয়াই আছে।

রেডি টু রাইডঃ
ডিসপ্লে মিটার টা লাগিয়ে নিলে বাইক মুটামুটী রেডী ট রাইড। তবে আগে ৩-৪ ঘন্টা ফুল চার্জ করে নিতে হবে। সাথে দেওয়া এল-কি দিয়ে স্ক্রু গুলো চেক করতে পারেন ভাল ভাবে লাগানো আছে কিনা।

স্কুটার এর বিস্তারিতঃ
স্কুটার টি গ্রিনপেডেল ব্রান্ডের চায়না থেকে আনা হয়েছে, একবার চার্জ নিতে ৩-৪ ঘন্টা সময় লাগে, ফুল চার্জ দিলে প্রায় ৩৫ কিলোমিটার এর বেশি যায়। ৩টি গিয়ার আছে,
১ গিয়ারঃ সর্বোচ্ছ স্পীড – ১৪ কিলো/ ঘন্টা
২ গিয়ারঃ সর্বোচ্ছ স্পীড – ২৪ কিলো/ঘন্টা
৩ গিয়ারঃ সর্বোচ্ছ স্পীড – ৩৮ কিলো/ঘন্টা

একটি ব্রেক আছে, পিছনের চাকায়, ফুল আটোমেটিক, ব্রেক ধরার সাথে সাথে মটর এর স্পীডও কমে যায়।

স্কুটার টি দাড়িয়ে চালাতে হয়, তবে সীট লাগানোর ব্যবস্থা আছে, এই বাইকের সাথে কোণ সীট ছিল না।

সার্বিক টেস্টিং এর পর আরো ২ টা স্কুটার নিয়ে আসছি। বাংলাদেশের যেকোন যায়গায় কুরিয়ার করে দেওয়া যাবে। সাইটে ভিডিও দেওয়া আছে দেখতে পারেন

আনবক্স ভিডিও দেখুন