আধুনিক পরিবহনের যে ট্রেন্ডস গুলো আছে তারমধ্যে অন্যতম হলো ইলেকট্রিক স্কুটার। এই দুই চাকা বিশিষ্ট যানগুলো বেশ আরামদায়ক, ব্যবহার করা সহজ, এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসেই নিয়ে যাওয়া যায়। কিন্তু এত এত ব্র্যান্ডের স্কুটারের মধ্যে কম দামের ভালো কিছু ইলেকট্রিক স্কুটার খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। কম দামের কোন স্কুটারটি ভালো হবে? কম দাম হলে কতদিন টিকবে ইত্যাদি প্রশ্ন মনে জেগে উঠতে পারে। বাজেটের মধ্যে ভালো স্কুটার খুঁজে পাওয়া অনেক কঠিন কাজ। তাই আজকের আর্টিকেল সাজানো হয়েছে কম দামে ভালো কিছু ইলেকট্রিক স্কুটারের তথ্য নিয়ে যাতে আপনাদের কেনার জন্য হন্য হয়ে ক্লিক করতে না হয়। এখানে কম দামের ভাল কিছু ইলেকট্রিক স্কুটারের লিস্ট দেওয়া হল যাতে আপনারা পছন্দমত কিনে চালাতে পারেন। চলুন দেখে নেই লিস্টে কি কি নামের ইলেকট্রিক স্কুটার আছে।
Razor Power Core E9O
এই স্কুটার টি হল সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার। আসলে এটি বানানো হয়েছে কিশোর-কিশোরীদের কথা চিন্তা করে। এই স্কুটারটির মূল্য ১৯৯.৯৯ ডলার। যেহেতু এটার মূল্য অনেক কম তাই বলে এর পারফরম্যান্স কিন্তু খুব একটা খারাপ না। স্কুটারটি ১০এমপিএইচ এর বেশি জোরে যেতে পারে না এবং এর ব্যাটারির চার্জ থাকে সর্বোচ্চ ৮০ মিনিট। স্কুটারটি বাচ্চাদের জন্য তৈরি করা তাই এর ওজন ধারণ ক্ষমতা ১২০ এলবিএস। তারপরও বাচ্চাদের চালানোর জন্য এটা বেশ ভালো কাজে দেয়।
এক নজরে Razor Power Core E90
- রেঞ্জঃ ১২ মাইল (১৯ কিমি)
- ওজনঃ ২২ এলবিএস (১০ কেজি)
- গতিঃ ১০ এমপিএইচ (১৬ কিমি)
- মূল্যঃ ১৯৯.৯৯ ডলার
Razor E325:
রেজারের এই ব্র্যান্ডটি ঘন্টায় ১৫ মাইল যেতে পারে ৪০ মিনিটে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে এটা সাধারণ পায়ে চালিত স্কুটার এর মত ব্যবহার করা যায়। যদি আপনি আপনার কাজের জায়গায় যাতায়াতের জন্য ব্যবহার করতে চান তাহলে এটা অনেক ভালো সার্ভিস দিবে। যদি আপনার অফিস ২০ মিনিটের রাস্তা হয় তাহলে আমরা রিকমেন্ড করব আপনি একটা অতিরিক্ত ব্যাটারি কিনতে পারেন যা স্কুটারের সাথে লাগানো যাবে। অতিরিক্ত ব্যাটারির মূল্য ১৪ ডলার।
একনজরে Razor E325:
- রেঞ্জঃ ৯ মাইল (১৪ কিমি)
- ওজনঃ ৫০এল বি (২২ কেজি)
- সর্বোচ্চ গতিঃ ১৫ এম পি এইচ (২৪ কিমি)
- মূল্যঃ ২৫৯.৯৯ ডলার
Swagtron Swagger Electric Scooter
ইলেকট্রিক স্কুটার এর দিকে তাকালে swagtron কে আসলে অগ্রাহ্য করা কঠিন। swagtron swagger তৈরি করা হয়েছে খুবই হালকা ওজনের কার্বন ফাইবার দিয়ে এবং এটা সর্বোচ্চ গতি ১৫ এম পি এইচ একবার চার্জ করলে যেতে পারে। কোম্পানিটি এই ব্র্যান্ডের স্কুটারকে এবড়ো থেবড়ো রাস্তায়ও স্মুথলি চলাচলের জন্য তৈরি করেছে। এই স্কুটার এর উপরে কন্ট্রোল প্যানেল আছে যেটা আপনাকে ব্যাটারির চার্জ কতটুকু আছে এবং স্প্রিড কত তার তথ্য আপনাকে জানাবে। এই স্কুটারটির ফোল্ড করার অপশন আছে তাই এটা যেকোনো জায়গায় রাখা যায। কেনার সময় অবশ্যই ফিচারগুলো চেক করে কিনবেন।
একনজরে swagtron swagger
- রেঞ্জঃ ১৫ মাইল (২৪ কিমি)
- ওজনঃ ১৫ এল বি (৭ কেজি)
- সর্বোচ্চ গতিঃ ১৫ এমপিএইচ (২৪ কিমি)
- মূল্যঃ ২৭৯ ডলার
GOTRAX GXL Commuting Electric Scooter
এই ইলেকট্রিক স্কুটারটির দাম ৩০০ ডলারের নিচে এবং এর মোটর ২৫০ ওয়াট। গোটরেক্স স্কুটারটি ১৫.৫ এমপি এইচ স্পিডে চলতে পারে এবং ২২০ এলবিএস পর্যন্ত ওজন ধারণ করতে সক্ষম। এটার গিয়ার সংখ্যা দুটি এবং এর একটি ডিজিটাল স্পিড মিটার রয়েছে। স্কুটারের বডি বেশ শক্ত এবং হালকা। এই ইলেকট্রিক স্কুটারটির টায়ার ৮.৫ ইঞ্চি প্রশস্ত এবং এটা যেকোনো ধরনের ধাক্কা সামলাতে প্রস্তুত।
একনজরে গোটরেক্স জি এক্সেল
- রেঞ্জঃ ১২ মাইল (১৯ কিমি)
- ওজনঃ ২৭ এল বি (১২ কেজি)
- সর্বোচ্চ গতিঃ ১৫.৫ এমপিএইচ (২৫ কিমি)
- মূল্যঃ ২৯৯ ডলার
Razor Ecosmart Metro Electric Scooter
ইকো স্মার্ট মেট্রো স্কুটারটি দেখতে ইলেকট্রিক বাইকের মত। এর সাইজ বড়, চাকাগুলো বেশ বড় এবং হ্যান্ডেল বেশ চওড়া, এর প্যাডেল নেই সে কারণে একে ইলেকট্রিক বাইক থেকে আলাদা করা যায়। এটার একটা বসার সিট আছে, এর ডেকের সাইজ অনেক বড় যেটাতে খুব সহজভাবে স্কুটার চালানোর সময় আপনার পা রাখতে পারবেন এবং আরো একটা মজার জিনিস আছে তা হল এর পিছনে একটা ঝুড়ি অ্যাটাচ করা আছে। এই স্কুটারের ফোল্ড করার অপশন সম্পূর্ণ আলাদা। এই স্কুটারটি যাতায়াতের জন্য বেশ আরামদায়ক এবং আপনি যদি কোন জিনিসপত্র সাথে রাখতে চান তাহলে ঝুড়িতে রেখে নিশ্চিন্তে গন্তব্যে যেতে পারবেন। এই স্কুটারের সর্বোচ্চ গতি ১৮ এমপিএইচ এবং একবার চার্জ দিলে ১০ মাইল অনায়াসেই পাড়ি দেয়া যায়। কিন্তু এর ওজন ৬৭ পাউন্ড তাই এটা হাতে করে বহন করা যায় না। পুরোপুরি চার্জ হতে সময় লাগে ১২ ঘন্টা। সিট লাগানো ইলেকট্রিক স্কুটার কিনতে চাইলে ইকো স্মার্ট মেট্রো স্কুটার একটা ভাল অপশন।
এক নজরে রেজার ইকো স্মার্ট মেট্রো
- রেঞ্জঃ ১০ মাইল (১৬ কিমি)
- ওজনঃ ৬৭ এলবি (৩০ কেজি)
- সর্বোচ্চ গতিঃ ১৮ এমপিএইচ (২৯ কিমি)
- মূল্যঃ ৪৪৫ ডলার
Xiaomi Mi Electric Scooter M365
এই ইলেকট্রিক স্কুটারটি নিঃসন্দেহে একটা ভালো স্কুটার। এর মূল্য ৫০০ ডলার এর কম কিন্তু কেউ কেউ কম দামেও বিক্রি করে। এটা এক চার্জেই ১৮.৬ মাইল যেতে পারে এবং এর সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা ২২০ এলবিএস। এই ইলেকট্রিক স্কুটার এর দুটো এলইডি লাইট একটা হেডলাইট এবং আরেকটা টেইল লাইট। এই স্কুটার এর সবচেয়ে বড় সমস্যা হল এর প্রোডাকশন কম, যে কোন কারনেই হোক এটা সব দেশে পাওয়া যায় না। এটা বাজারে আসার সাথে সাথেই এর স্টক শেষ হয়ে যায়। যারা এটা কিনতে পায় আমি মনে করি তার ভাগ্য ভাল।
এক নজরে Xiaomi Mi Electric Scooter m365
- রেঞ্জঃ ১৮.৬ মাইল (২৯.৯ কিমি)
- ওজনঃ ২৬.৯ এলবি ( ১২২কেজি)
- সর্বোচ্চ গতিঃ ১৫.৫ এমপিএইচ (২৪.৯ কিমি )
- মূল্যঃ ৪৯৯.৯৯ ডলার
মোটামুটি এগুলোই হল কম দামের মধ্যে ভালো কিছু ইলেকট্রিক স্কুটার। সবগুলোই ৫০০ ডলারের কম। আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই ফিচার বুঝে কিনবেন। আসলে ইলেকট্রিক স্কুটার কেনার সময় ব্যাটারির স্থায়িত্ব দেখে কেনা উচিত তাহলে লস হওয়ার আশঙ্কা নেই। আশা রাখি, এই আর্টিকেলটি আপনাদের ইলেকট্রিক স্কুটার কেনার ব্যাপারে সহায়তা করবে। একটা ইলেকট্রিক স্কুটার কিনুন এবং ইচ্ছেমতো ঘুরে বেড়ান। শুভকামনা রইল সবার জন্য।